Tuesday, December 16, 2014

জন্ম মাস অনুজায়ী জেনে নিন আপনার ব্যক্তিত্ব

শুধুমাত্র গ্রহ না নক্ষত্র নয়, জন্মমাসও প্রভাবিত করে আপনার রাশিকে৷ সোজা কথায় বললে আপনার ব্যক্তিত্বকে৷ কীভাবে? আসুন জেনে নিই তা বিশদে-
জানুয়ারি: এই মাসে যাঁরা জন্মান তাঁরা কঠোর পরিশ্রমী হন এবং অত্যাধিক কেরিয়ার সচেতন৷ মানুষ হিসেবে এরা যথেষ্ট বিশ্বস্ত এবং ভালো শ্রোতা হন৷ তবে এঁরা প্রচণ্ড পরিমাণে আবেগী ও অভিমানী হন। এঁরা খুব সমালোচনাপ্রবণ ও জেদিও হন৷
ফেব্রুয়ারি: এঁদের সম্পর্কে প্রথমেই দুটো বিশেষণ বলা যায় বুদ্ধিমান ও লাজুক প্রকৃতির৷ এঁরা মূলত বাস্তববাদী হন ও এবং চট করে বন্ধু তৈরি করে নিতে পারেন৷ হাসিখুশি এবং প্রাণোচ্ছ্বল হিসেবে এঁদের সুনাম রয়েছে৷ তবে কৃপণতা এঁদের একটা নেগেটিভ পয়েন্ট৷


মার্চ: গাম্ভীর্যের সঙ্গে আকর্ষণীয় ব্যক্তিত্ব এদের মূল শক্তি৷ স্বভাবের দিক থেকে এঁরা সহানুভূতিশীল হন৷ ক্ষেত্রবিশেষে এঁদের মধ্যে অতিরিক্ত আবেগপ্রবণতাও দেখা যায়৷ এরা নিজের ব্যক্তিত্ব দিয়ে সকলকে আকর্ষণের চেষ্টা করেন সব সময়। এবং এঁরা মারাত্মক প্রতিশোধপ্রবণ হয়ে থাকেন (অবশ্য ব্যতিক্রমীও রয়েছে)৷
এপ্রিল: এই মাসে জন্মগ্রহণকারীরা অত্যন্ত পরিশ্রমী হন৷ সমস্যার সমাধানে এঁরা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারেন৷ মানসিকতার দিক থেকে এঁরা খুবই দৃঢ় প্রকৃতির হয়৷ তবে সবসময়েই নিজেদের বুদ্ধিবলে এঁরা সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে চান৷
মে: এঁরা একটু বেশি মাত্রায় আত্মবিশ্বাসী হন৷ ফলে মাঝে মাঝে সমস্যায়ও পড়তে হয়৷ এঁরা সৃজনশীল কাজে বেশি পারদর্শী হন৷ এবং অবশ্যই ভ্রমণপিপাসু৷ তবে এই মাসে যাঁরা জন্মান তাঁরা অনেকেই অল্পেতে রেগে যান এবং যখন রেগে যান রাগের উপর এদের কোনও নিয়ন্ত্রণ থাকে না৷
জুন: জুন মাসে জন্মানো মানুষজন সাধারণত খুব দূরদর্শী হন৷ ভবিষ্যতের সব কিছু ভালো করে ভেবে এঁরা সিদ্ধান্ত নেন৷ এঁরা মূলত হাসিখুশি থাকতে পছন্দ করেন এবং বন্ধুভাবাপন্ন হন তবে আবেগপ্রবণতা ও জেদ অনেকসময় এঁদের অপ্রিয় করে তোলে৷
জুলাই: আবেগ এবং হাসিখুশি এই দুইয়ের মধ্যে এঁরা যথাসাধ্য ব্যালেন্স করে রাখতে ভালোবাসেন৷ এঁরা সবভাবগত দিক থেকে মোটেও প্রতিশোধপরায়ণ নন। বরং বেশ কোমল হৃদয়ের মানুষ হয়ে থাকেন। অতীতের স্মৃতিচারণায় এঁরা মগ্ন থাকতে ভালোবাসেন৷ তবে এঁদের অনেকেই প্রচণ্ড মুডি হন৷ ভালো, খারাপ কোনও ঘটনা চট করে এঁরা ভোলেন না৷
আগস্ট: সর্বদা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকেন আগস্ট মাসে জন্মানো মানুষজন। এঁদের মানসিকতা স্বাধীনচেতা৷ খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণে ও সৃজনশীল কাজে এঁরা খুবই পারদর্শী হন৷ চট করে লোকজনের সঙ্গে মিশতেও এঁদের জুড়ি পাওয়া ভার৷
এঁরা খুব সহজে রেগে যান এবং ক্ষেত্রবিশেষ অন্যের ভালোতে ঈর্ষান্বিত হন৷
সেপ্টেম্বর: এই মাসে জন্মগ্রহণকারীরা খুব নরম মনের আর ঠান্ডা স্বভাবের হন৷ সব কাজে ধীরে-সুস্থে এগোতেই এঁরা পছন্দ করেন৷ এঁদের মধ্যে আবেগ থাকলেও চট করে এরা তা বাইরে প্রকাশ করতে চান না৷ তবে আত্মবিশ্বাসহীনতা মাঝেমধ্যে এঁদের সমস্যায় ফেলে৷
অক্টোবর: এঁদের সাহসের প্রশংসা না করে পারা যায় না৷ যে কোনও পরিস্থিতিতে এঁরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন৷ কিছুটা গাম্ভীর্য নিজের মধ্যে ধরে রাখলেও ভেতরটা অনেকটা শিশুসুলভ হয়ে থাকে। অতিরিক্ত আবেগপ্রবণতা অনেক সময় এদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়৷ মাঝেমধ্যেই এঁরা নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন।
নভেম্বর: এঁরা আবার কিছুটা দার্শনিক মনোভাবাপন্ন হন৷ প্রায় সমস্ত কিছুই ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে এঁরা বসে থাকতে ভালোবাসেন। প্যাঁচ পয়জার এঁদের না পসন্দ, এঁরা অত্যন্ত সরল প্রকৃতির হন৷ অন্যদের থেকে এঁদের ভাবনা চিন্তাঅনেক আলাদা হয়৷
ডিসেম্বর: এই মাসে জন্মগ্রহণকারীরা খুব বিশ্বস্ত এবং হাসিখুশি প্রকৃতির হন৷ লোকজনকে সাহায্য করতে এঁরা কখনও পিছপা হন না৷ তবে এঁরা খুব সেনসিটিভ হন৷ এবং এঁরা কথা দিয়ে কথা রাখেন৷ এঁরা খুব মুডি হন৷ এই ভালো তো এই খারাপ৷ কাউকে অপছন্দ হলে এঁরা তাঁর সামনেই হাবেভাবে তা বুঝিয়ে দেন৷

1 comment:

  1. জন্ম মাস মোতাবেক এই তথ্যগুলো আমার ব্যাক্তি জীবনের সাথে অনেকটাই মিলে যাচ্ছে। সত্যি আমি ভাবতেই পারিনি যে রাশিফলের তথ্যগুলো এতটা সঠিক হতে পারে। আজকের রাশিফল পড়ছিলাম আর সেই সময় এই খবরটা পেলাম। রাশিফল পড়ছিলাম এখানে

    ReplyDelete